আজ ডেমরা পূর্ব থানায় সারুলিয়া পংখু মিয়া জামে মসজিদের খুতবার পূর্বে আলোচনা রাখেন এবং জুম্মার নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ৫ আসনের এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।

555548104_122117440460986470_2901387195186249063_n

555830101_122117440664986470_5846930630545223704_n

তিনি বলেন সৎ যোগ্য মানুষকে নির্বাচিত করুন।

আল্লাহ তায়ালা যুগে যুগে হেদায়েতের জন্য আল্লাহর কিতাব এবং নবীদেরকে পাঠিয়েছেন। মানুষ যখন আল্লাহর কিতাব এবং নবীদের শিক্ষা থেকে দূরে সরে গেছে তখনই হিংসা হানাহানি বিদ্বেষ এক কথায় অশান্তি নেমে এসেছে। আজকে বাংলাদেশের মুসলমানগণ ভাগ্যাকাশেও ঘনঘটা অন্ধকার শুধুমাত্র আল-কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসরণ থেকে দূরে সরে যাওয়ার ফলশ্রুতিতে । আর তাই তিনি আগামী নির্বাচনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনকে বিজয়ী করতে সৎ ও যোগ্য নেতৃত্ব কে বিজয়ী করার আহ্বান জানান।

555548362_122117440628986470_6055598267806717185_n

এছাড়াও আলোচনা রাখেন ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার তমিজ উদ্দিন সোহরাওয়ার্দী।