আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার উদ্যোগে ৭০ নং ওয়ার্ডের দেইল্লা এলাকার একমাত্র স্কুল কাজী আশরাফ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার পরবর্তী উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থানা আমীর মাও. মুহা. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী ও ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহ: সেক্রেটারী ও ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ কামাল হোসেন।

554852176_122117445050986470_6102013730203659552_n

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কাজী আশরাফ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার, দেইল্লা পূর্ব পাড়া মন্দিরের সভাপতি কাশিনাথ বাবু, ডেমরা পশ্চিম থানা বায়তুলমাল সম্পাদক মোস্তফা কামালসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

555039508_122117444486986470_3398431558596711407_n

554832738_122263273664016179_8386381379559061385_n

উল্লেখ্য স্কুলের টিনের চাল জরাজীর্ণ হওয়ায় বৃষ্টি হলেই ক্লাস রুম পানিতে ভেসে যেতো, শিক্ষার্থীদের ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছিলো। শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নতুন টিনের চাল লাগানো হয়।