ঢাকা-৫ আসনের উদ্যোগে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পরিচালিত হয়েছে। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ আসনের পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযানপূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।

photo_2025-09-26_17-24-20

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ডেমরা জোনের পরিচালক অধ্যাপক মোকাররম হোসাইন খান। এছাড়াও সভায় স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

photo_2025-09-26_17-21-18

সভা শেষে জননেতা নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কোনাপাড়া বাসস্ট্যান্ড থেকে ফার্মের মোড় পর্যন্ত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পরিচালিত হয়। এ সময় নেতৃবৃন্দ বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতপত্র ও লিফলেট বিতরণ করেন।